Eid Ul Adha Poster Design PLP file free |
ঈদুল আযহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও আনন্দঘন উৎসব। এটি কুরবানি ঈদ নামেও পরিচিত। মহানবী হযরত ইবরাহীম (আ.) আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, আল্লাহর প্রতি সেই অসীম আনুগত্যের স্মরণে এই দিনটি পালন করা হয়। ঈদুল আযহার মাধ্যমে মুসলিমরা তাদের ত্যাগের মহিমা ও আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে।